সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ত্রিপলের নিচে ট্রাকভর্তি মানুষ

নিজস্ব প্রতিবেদক, যশোর

ত্রিপলের নিচে ট্রাকভর্তি মানুষ

কিছুতেই বন্ধ হচ্ছে না এক জেলা থেকে আরেক জেলায় মানুষ চলাচল। কাভার্ড ভ্যানে কিংবা ট্রাকে নানা কৌশলে দলে দলে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। গত দুই দিনে যশোরে এরকম দুটি ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে মানুষ যেভাবে যশোরে ঢুকছে তাতে যশোরবাসী নিরাপদ থাকা নিয়ে শঙ্কায় রয়েছে। মনিরামপুর বাজারের গরুহাটা মোড়ে গতকাল ভ্রাম্যমাণ আদালত দুটি ট্রাক আটক করে। চালকের সঙ্গে কথা বলার পর সন্দেহ হলে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা আনসার-ভিডিপির সদস্যরা ট্রাকের ত্রিপল উল্টে দেখেন সেখানে কোনো পণ্য নেই, রয়েছে মানুষ। ছয় নারী ও তিন শিশুসহ এদের সংখ্যা ৬১। তারা সবাই ইটভাটা শ্রমিক। কয়েক মাস আগে কাজে গিয়ে কুমিল্লা ও মানিকগঞ্জে আটকা পড়েন। গতকাল ট্রাক দুটিতে করে সাতক্ষীরা ও খুলনায় নিজ নিজ বাড়ি ফিরছিলেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফলচন্দ্র গোলদার বলেন, ট্রাকের সবাইকে কেশবপুর ইউএনওর কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গত শনিবার একটি কার্গো ট্রাক যশোর শহরে ঢুকতে ব্যর্থ হয়ে চৌগাছা উপজেলার ভিতর দিয়ে যশোর অতিক্রম করার চেষ্টা করে। কার্গোর ভিতরে মানুষের কণ্ঠ শুনে চৌগাছা বাজার সমিতির যুগ্ম সম্পাদক আজিজুর রহমানের সন্দেহ হয়। তিনি লোকজন নিয়ে কার্গোটি আটক করে দেখেন ভিতরে ৩৮ নারী-পুরুষ বসে আছে।

সর্বশেষ খবর