সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ব্যাংকে উপচে পড়া ভিড়

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

ব্যাংকে উপচে পড়া ভিড়

বিশ্বনাথে ব্যাংকের একটি শাখায় গ্রাহকের ভিড়

করোনার বিস্তার ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিতের নির্দেশনা থাকলেও সিলেটের বিশ্বনাথ উপজেলার ব্যাংকগুলোতে বাড়ছে আগত গ্রাহকদের ভিড়। সেবা নিতে আসা লোকজন মানছেন না সামাজিক দূরত্ব। ব্যাংকপাড়ায় প্রতিদিন চোখে পড়ে মানুষের জটলা। এ নিয়ে ব্যাংক কর্তৃপক্ষেরও নেই ‘মাথাব্যথা।’ অভ্যন্তরে নিরাপদ দূরত্বে একজন করে সেবা দিলেও বাইরে ঠেলাঠেলিতে অপেক্ষমাণ গ্রাহকদের নেই সুরক্ষা ব্যবস্থা। কে আগে সেবা নেবেন এ নিয়ে প্রতিযোগিতা লেগে থাকে গ্রাহকদের মধ্যে। সূত্র জানায়, প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথে উপজেলা সদরেই সরকারি-বেসরকারি ২০টি ব্যাংক রয়েছে। করোনার প্রভাবে শুরুতে ব্যাংক লেনদেনের সময় বেঁধে দেওয়া হয় ১০টা থেকে ১টা পর্যন্ত। ওই সময়টাতেই ভিড় করেন গ্রাহকরা। সম্প্রতি নির্দেশনা আসে সরকারি ব্যাংক ব্যতীত সব ব্যাংক বন্ধ রাখার। বিশ্বনাথে ইতিমধ্যে গ্রাহক সেবা বন্ধ রেখেছে প্রাইভেট ব্যাংকগুলোর কয়েকটি শাখা। গতকাল হঠাৎ উত্তরা ব্যাংক বিশ্বনাথ শাখা উন্মুক্ত করা হয় গ্রাহক সেবা দিতে। ৫ জন করে ভিতরে প্রবেশ করছিলেন গ্রাহক। এ বিষয়ে উত্তরা ব্যাংক বিশ্বনাথ শাখা ব্যবস্থাপকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। সোনালী ব্যাংক বিশ্বনাথ শাখা ব্যবস্থাপক আল-আমীন জানান, বাংলাদেশ ব্যাংক থেকে সরকারি ৬টি ব্যাংক খোলা রাখার নির্দেশনা আমরা পেয়েছি। প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে পরিষ্কার কোনো নির্দেশনা পাইনি। উত্তরা ব্যাংকের সঙ্গে কথা বলে জেনেছি তাদের হেড অফিসের নির্দেশনানুযায়ী তারা গ্রাহক সেবা দিচ্ছেন। বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান বলেন, বর্তমান প্রেক্ষাপটে সামাজিক দূরত্ব অবশ্যই মেনে চলতে হবে। প্রত্যেক ব্যাংককেই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে চলতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর