সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনা রোগীর চিকিৎসা নিয়ে দুই হাসপাতালের টানাটানি

আওয়ামী লীগের মানববন্ধন, সিদ্ধান্ত পাল্টাচ্ছে প্রশাসন

কিশোরগঞ্জ প্রতিনিধি

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা কোথায় হবে এ নিয়ে দুই হাসপাতালের মধ্যে চলছে রশি টানাটানি। ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে। করোনার প্রাদুর্ভাবের শুরুতে রোগীদের চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল বেছে নেয় প্রশাসন। সে অনুযায়ী প্রস্তুতও করা হয় হাসপাতালটি। হঠাৎ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হবে বলে আগের সিন্ধান্ত পরিবর্তন করা হয়। করোনা আক্রান্ত দুজন রোগীকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসাও দেওয়া হচ্ছে। কিন্তু এ সিদ্ধান্ত পরিবর্তন করে আবার সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা দেওয়া হতে পারে এমন খবরে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়। প্রতিবাদে সদর উপজেলার যশোদল ইউনিয়ন আওয়ামী লীগ গতকাল মেডিকেল কলেজের সামনের সড়কে মানববন্ধন করে। যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন কুমার জানান, বর্তমানে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা রোগীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে তাদের স্থানান্তরের প্রক্রিয়া চলছে। এর প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চেয়ে সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার সুবিধা ভালো। এখানে বেড রয়েছে ৫০০টি, আইসোলেশন বেড ২০টি, চিকিৎসক রয়েছেন ৮৪ জন, বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন ২৫ ও নার্স ১৩০ জন। ভেন্টিলেটর আছে দুটি, অক্সিজেন সিলিন্ডার রয়েছে ২০০। এর বিপরীতে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২৫০টি বেড, ১০টি আইসোলেশন বেড, চিকিৎসক ১৭ জন, বিশেষজ্ঞ চিকিৎসক ৫ জন ও নার্স ১০২ জন। কোনো ভেন্টিলেটর নেই, অক্সিজেন সিলিন্ডার রয়েছে ১২০টি। জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, করোনা আক্রান্তদের চিকিৎসার বিষয়ে রবিবার বিকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালেই করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

সর্বশেষ খবর