সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

বাড়িতে পৌঁছে যাবেন ডাক্তার

‘রোগীকে ডাক্তারের কাছে যেতে হবে না, ডাক্তার রোগীর কাছে যাবে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে ফ্রি ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। খাদ্যসামগ্রীর পর এবার পুলিশের হটলাইনে ফোন দিলে স্বাস্থ্যসেবা দিতে রোগীর বাড়ি পৌঁছে যাবে চিকিৎসক। কভিড-১৯ মোকাবিলায় স্বাস্থ্যসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার জন্য এই ক্যাম্প থেকে চিকিৎসকরা বাড়ি বাড়ি গিয়ে সেবা দেবেন।

-নরসিংদী প্রতিনিধি

ফুল ভাসাতে গিয়ে শিশুর মৃত্যু

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার লেমুছড়ি নামক এলাকায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে গতকাল ফুল ভাসাতে গিয়ে পানিতে পড়ে মুক্ত চাকমা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়। শিশুটি লেমুছড়ি গ্রামের নোবেল চাকমার ছেলে। স্থানীয় কালায়ন চাকমা জানান, রবিবার ফুল বিজুর দিনের সকালে স্থানীয় শিশু কিশোররা দল বেঁধে প্রতি বছরের মতো পাশর্^বর্তী এক ডোবায় ফুল ভাসাতে যায়। এ সময় সবার অজান্তে মুক্ত চাকমা পানিতে পড়ে ডুবে যায়।

-খাগড়াছড়ি প্রতিনিধি

সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। উপজেলার আঁখিতারা গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, আঁখিতারা গ্রামে বর্তমান ইউপি চেয়ারম্যান কাজল চৌধুরী ও আব্বাসের গোষ্ঠীর লোকজনের মধ্যে বিরোধ চলছে। গতকাল সকালে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। -ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মুক্তি পাচ্ছে ৪৮ বন্দী

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে কিছু কিছু কারাবন্দীর মুক্তির উদ্যোগ নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে বাগেরহাট জেলা কারাগার থেকে মুক্তি পেতে যাচ্ছে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৪৮ কারাবন্দী। ইতিমধ্যেই বাগেরহাট কারাগার কর্তৃপক্ষ ৪৮ কারাবন্দীর তালিকা করে কারা অধিদফতরে  প্রেরণ করেছে। -বাগেরহাট প্রতিনিধি

বজ্রপাত

নেত্রকোনায় শনিবার সন্ধ্যায় ঝড়ো হাওয়ার সময় বজ্রপাতে দুটো গাছ আগুনে পুড়ে গেছে।

শহরের রাজুর বাজারএলাকায় আমিনুর রহমানের বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। -নেত্রকোনা প্রতিনিধি

চালপট্টি সোনাপট্টির লকডাউন প্রত্যাহার

করোনা সন্দেহে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আইসোলেশনে থাকা শহরের চাল বাজার এলাকার ব্যাংক কর্মকর্তা সঞ্জয় ও তার পরিবারের অপর দুই সদস্যের শরীরে করোনার উপস্থিতি মেলেনি। মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন। এই রিপোর্টের ভিত্তিতে শহরের চাল বাজার ও সোনাপট্টির লকডাউন প্রত্যাহার করেছে প্রশাসন।

-মাগুরা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর