সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

নিষেধাজ্ঞা ভেঙে পালাতে গিয়ে উল্টে গেল গাড়ি

নাটোর প্রতিনিধি

নিষেধাজ্ঞা ভেঙে পালাতে গিয়ে উল্টে গেল গাড়ি

নাটোরে বিধিনিষেধ ভেঙে একটি ব্যক্তিগত গাড়ি যাত্রী নামিয়ে ফিরছিল। পথে পুলিশের তল্লাশি চৌকিতে গাড়িটি থামার সংকেত দিলে চালক অমান্য করে দ্রুত চলে যান। কিছু দূর গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে আগুন ধরে যায়। নাটোরের বড়াইগ্রাম উপজেলার আইড়মারি এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়িচালক দগ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে করোনা পরিস্থিতির মধ্যে মহাসড়কে পুলিশের তল্লাশি চৌকি পেড়িয়ে কীভাবে অন্য জেলার যাত্রীবাহী গাড়ি নাটোরে এলো তা নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুস সালাম জানান, তারা মুঠোফোনে খবর পেয়ে আইড়মারি এলাকায় গিয়ে একটি ব্যক্তিগত গাড়িতে আগুন জ্বলতে দেখেন। এ সময় হাইওয়ে ও থানা পুলিশও সেখানে যায়। সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিভিয়ে গাড়ির ভিতর থেকে চালককে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, সড়কে পরিবহন ও লোকজন চলাচলের বিধিনিষেধ ভেঙে গাড়িটি কবে, কখন, কোন রাস্তা দিয়ে নাটোর সীমানায় ঢুকেছিল তা তিনি জানেন না। তবে ফেরার সময় হাইওয়ের লাথুরিয়া তল্লাশি চৌকিতে গাড়িটি থামানোর চেষ্টা করা হয়েছিল। চালক না থেমে দ্রুতগতিতে হাটিকুমরুলের দিকে যাচ্ছিল। নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, গাড়িটি কীভাবে নাটোর সীমানায় যাতায়াত করছিল, তা চালককে জিজ্ঞাসাবাদ করে জানতে হবে। চালক সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

সর্বশেষ খবর