সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
নিষেধাজ্ঞা না মেনে সমাবেশ

চেয়ারম্যানকে জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় সরকার যখন সরকারি-বেসরকারি অফিস-আদালত, স্কুল-কলেজ, মিছিল-মিটিং ও সব ধরনের জনসমাগম বন্ধ ঘোষণা করেছেন, ঠিক এমন মুহূর্তে জনসমাগম আয়োজন করায় ঠাকুরগাঁওয়ে এক ইউপি চেয়ারম্যানকে অর্থদ  করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলা ১২ নম্বর সালন্দর ইউপি চেয়ারম্যান মাহবুবল আলম মুকুল ইউপি কার্যালয়ে মাদকবিরোধী সভা করেন। সভায় স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ৮০ থেকে ৯০ জনের একটি বড় উপস্থিতি ঘটে। সংবাদ পেয়ে সেখানে ছুটে যান ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ইউপি চেয়ারম্যানকে ৫০ হাজার টাকা অর্থদ  জরিমানা করেন। এ বিষয়ে নির্বাহী হাকিম আবদুল্লাহ আল মামুন জানান, একজন জনপ্রতিনিধি হয়ে তিনি মানুষকে সচেতন না করে বরং সরকারি নিয়ম ভঙ্গ করেছেন। করোনা মোকাবিলার মধ্যে জনসমাগম করে সভা করেছেন। সমাবেশ ঘটানোর জন্য তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর