সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সামাজিক দূরত্ব নিশ্চিতে স্বেচ্ছাসেবক নিয়োগ

নীলফামারী প্রতিনিধি

করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এলাকাভেদে স্বেচ্ছাসেবক নিয়োগ করেছে নীলফামারী পৌরসভা। স্থানীয় কাউন্সিলরদের সহযোগিতায় কাজ করছেন তারা। এ ছাড়াও মাইকিং করে প্রচারণা, ওষুধের দোকানগুলোতে বৃত্তের মধ্যে থেকে ওষুধ সংগ্রহ, বাজার মনিটরিং এবং দ্রব্যমূল্য নিশ্চিত করণে কাজ করছে পৌর কর্তৃপক্ষ।

শহরের বড় বাজারে গতকাল সকালে গিয়ে দেখা যায়, কাঁচাবাজার, চালহাটি, মাছ বাজারসহ বিভিন্ন জরুরি সেবামূলক দোকানপাটে সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য সংগ্রহ করছেন ক্রেতারা। এ নিয়ে কাজ করছেন পৌরসভার কর্মীসহ স্বেচ্ছাসেবকগণ। পাশাপাশি রয়েছে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। নীলফামারী পৌরসভার অফিস সহকারী সুজন প্রধান জানান, প্রতিদিন সকাল থেকে আমরা বিভিন্ন বাজারে অবস্থান করি। একেকজন একেক স্থানে গিয়ে দায়িত্ব পালন করছি। নীলফামারী পৌর মেয়র ও বাংলাদেশ পৌরসভা সমিতির সভাপতি দেওয়ান কামাল আহমেদ জানান, শহরের প্রতিটি এলাকায় এ দায়িত্ব পালন করছে পৌরসভার স্টাফসহ স্বেচ্ছাসেবকরা। এই মুহূর্তে সচেতনতা সৃষ্টির বিকল্প নেই।

সর্বশেষ খবর