বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বাড়ি পাঠানো হলো কেরানীগঞ্জ ফেরত ৬২ শ্রমিককে

কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়নি, করোনা ঝুঁকিতে সাধারণ মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জ থেকে ট্রাকে করে কুড়িগ্রাম আসা ৬২ জন ইটভাটা শ্রমিককে নিজ নিজ বাড়ি পাঠিয়েছেন ইউএনও। স্বাস্থ্যবিভাগের নির্দেশনা মোতাবেক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষ না করে ৮ দিনের মাথায় তাদের ছেড়ে দেওয়ায় করোনাঝুঁকিতে পড়ার আশঙ্কা করছেন অনেকে। নাগেশ^রী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু বক্কর সিদ্দিক জানান, তাদের শরীরে কভিড-১৯ এর কোনো উপসর্গ না থাকায় নাগেশ্বরী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউএনওর নির্দেশে ছেড়ে দেওয়া হয়। নাগেশ^রীর ইউএনও নুর আহম্মেদ মাছুম জানান, কোয়ারেন্টাইন শেষ না হলেও কোনো অসুবিধা নেই। যেহেতু তাদের করোনা উপসর্গ নেই তাই সমস্যা হবে না। তিনি বলেন, এসব মানুষকে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের মাধ্যমে কোয়ারেন্টাইন শেষ করা হবে। পুলিশ জানায়, ৬২ শ্রমিককে গত ১৪ এপ্রিল পুলিশ পাহারায় এনে নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী থানায় কচাকাটা উচ্চ বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টাইনে রাখা হয়। এরপর ইউএনওর নির্দেশে তাদের ২১ এপ্রিল বিকালে ছেড়ে দেওয়া হয়। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশীদ জানান, এই শ্রমিকদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পূর্ণ না করে ছেড়ে দেওয়ায় ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হলো ওই এলাকার সাধারণ মানুষকে। উল্লেখ্য, গত ১৪ এপ্রিল ভোরে কেরানীগঞ্জ থেকে ট্রাকযোগে আসা ৬২ জন ইটভাটার শ্রমিককে কুড়িগ্রাম ধরলা ব্রিজে আটক করে পুলিশ।

সর্বশেষ খবর