মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

সরকারি চাল মজুদ রাখায় জরিমানা

সিরাজগঞ্জের কামারখন্দে র‌্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে সরকারি চাল মজুদ রাখায় সোলায়মান শেখ নামে এক ব্যক্তিকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে জব্দ করা হয়েছে এক হাজার ১৫০ কেজি চাল। -সিরাজগঞ্জ প্রতিনিধি

ট্রাক্টর খাদে পড়ে নিহত

বাগেরহাটের চিতলমারী উপজেলায় ট্রাক্টর খাদে পড়ে সুশীল মন্ডল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার আরুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাক্টর চালক সুবল আহত হয়েছেন। তাকে খুলনা মেডিকেলে পাঠিয়েছেন স্থানীয়রা।  -বাগেরহাট প্রতিনিধি

চেয়ারম্যান গ্রেফতার

শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন চাঁদাবাজি মামলায় গ্রেফতার হয়েছেন। মতিউর রহমান মামুন নামে এক ঠিকাদারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করায় ১৬ এপ্রিল পালং মডেল থানায় মামলা হয়। আঙ্গারিয়া এলাকা থেকে গতকাল তাকে গ্রেফতার করেন পালং মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক রূপুকর।

-শরীয়তপুর প্রতিনিধি

পিপিই দিল সাসকো গ্রুপ

গোপালগঞ্জে ৫৪১ পিস পিপিই দিয়েছেন সাসকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ আতিয়ার রহমান দীপু।  গতকাল দুপুরে গ্রুপের ম্যানেজার মো. আবুল খায়ের জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসন এবং অন্যদের কাছে এসব পিপিই পৌঁছে দেন।

-গোপালগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর