বৃহস্পতিবার, ৭ মে, ২০২০ ০০:০০ টা

ঝড়ের কবলে ট্রলারডুবি ২ শ্রমিকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে ট্রলার ডুবে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে মেমানিয়া ইউনিয়নের মেঘনা নদীর শাখা নদীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবদুর রব ব্যাপারী (৫৫) ও কাদের ব্যাপারী (২২)। পুলিশ জানায়, হিজলার মেমানিয়া এলাকার তারু সরদার নিজ খেতের সয়াবিন তোলার জন্য সকালে শ্রমিক নিয়ে ট্রলারে চরের উদ্দেশে যাচ্ছিলেন। পথে ঝড় শুরু হলে ট্রলারটি মাঝ নদীতে ১১ জন যাত্রীসহ ডুবে যায়। দুজন ছাড়া বাকি সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। বেলা ১২টার দিকে ঘটনাস্থলের অদূরে দুজনের মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, বুধবার সকাল সোয়া ৭টার দিকে বরিশালের ওপর দিয়ে তীব্র বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায়। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৬৪ কিলোমিটার। এ সময় বজ্রসহ ভারি বৃষ্টিও হয়েছে।

গাছচাপায় শিক্ষার্থী নিহত : বাগেরহাট প্রতিনিধি জানান, চিতলমারীতে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় ইমন মল্লিক (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। হিজলা ইউনিয়নের হিজলা গ্রামে গতকাল সকালে ঝড়ে বসতঘরের ওপর গাছচাপা পড়ে মারা যায় ইমন।

এ ছাড়া হিজলা গ্রামের পাকা ও আধা পাকা দশটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত ইমন মল্লিক হিজলা গ্রামের আনসার মল্লিকের ছেলে ও স্থানীয় মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

সর্বশেষ খবর