শনিবার, ৩০ মে, ২০২০ ০০:০০ টা

ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়ক ভেঙে বিভক্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়ক ভেঙে বিভক্ত

ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর উপজেলার আঞ্চলিক সংযোগ সড়ক ভেঙে বিভক্ত হয়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত ও বুধবার সকালের ভারি বর্ষণে রাস্তাটির এই অবস্থা হয়েছে। এতে দুর্ভোগে রয়েছে লক্ষাধিক মানুষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গোকর্ণ এলাকা থেকে নবীনগর উপজেলা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতায়। গত মঙ্গলবার দিনগত রাত ও বুধবার সকালের ভারি বর্ষণের কারণে ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর আঞ্চলিক সড়কের সদর উপজেলার বিরামপুর পশ্চিমপাড়ার অংশে রাস্তাটি দ্বিখণ্ডিত হয়ে যায়। পাশে থাকা বাড়িঘরের পানি সরতে না পেরে সড়কের নিচ দিয়ে বৃষ্টির পানি সরেছে। এতে সড়কের ওই অংশের নিচের বালু দেবে রাস্তাটি দুই ভাগে ভেঙে গেছে। স্থানীয়রা জানান, সড়কের নিচের মাটি সরে যাচ্ছে। দ্রুত বালু ফেললে সড়কটি চলাচলের উপযোগী হয়ে যাবে। ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী শিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরির্দশন করেছি। দ্রুত সড়কটি চলাচলের জন্য উপযোগী করা হবে।

সর্বশেষ খবর