রবিবার, ৭ জুন, ২০২০ ০০:০০ টা

করোনায় মৃতদের স্মরণে ৫ কিমি সড়কে বৃক্ষ রোপণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

করোনায় মৃতদের স্মরণে ৫ কিমি সড়কে বৃক্ষ রোপণ

সড়কের পাশে গাছের চারা রোপণ করছেন স্বেচ্ছাসেবীরা -বাংলাদেশ প্রতিদিন

‘সময় এখন প্রকৃতির’ স্লোগান নিয়ে করোনায় মৃত ব্যক্তিদের স্মরণে ‘কভিড-ট্রি’ নামে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করেছেন গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। তিনি এর আগে বৃক্ষ রোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পেয়েছিলেন। গতকাল কর্মসূচির আওতায় মাহিলাড়া ইউনিয়নের হাঁপানিয়া শরিফাবাদ ইউনাইটেড প্রাথমিক বিদ্যালয় থেকে বিল্বগ্রাম পাকা সড়ক পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কের দুপাশে তাল, খেজুরসহ বিভিন্ন ফলদ গাছের চারা রোপণ করা হয়। চেয়ারম্যান পিকলুসহ স্থানীয়রা বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ নেন। সৈকত গুহ পিকলু জানান, বাংলাদশে করোনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে এই কভিড-ট্রি কর্মসূচি। রোপণ করা গাছ স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবীদের পরিচর্যার দায়িত্ব দেওয়া হয়েছে। এসব গাছের ফলের সুফল ভোগ করবে স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী।

সর্বশেষ খবর