মঙ্গলবার, ৯ জুন, ২০২০ ০০:০০ টা

তিনদিন পর কুমিল্লায় করোনা পরীক্ষা শুরু

কুমিল্লা প্রতিনিধি

কিট সংকটের কারণে তিনদিন বন্ধ থাকার পর গতকাল থেকে কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) ল্যাবে  করোনা পরীক্ষা শুরু হয়েছে। কুমেক সূত্রে জানায়, কুমিল্লা মেডিকেল কলেজে বর্তমানে দুই শিফটে প্রতিদিন ৯৪ জন করে ১৮৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। গত ২৯ এপ্রিল কুমিল্লা মেডিকেল কলেজে আনুষ্ঠানিকভাবে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়। উদ্ধোধনের সময় একসঙ্গেই পাঁচ হাজার কিট ঢাকা থেকে দেওয়া হয়। পরবর্তী পর্যায়ে আরও এক হাজার ৯০০টি দেওয়া হয়। ইতোমধ্যে কুমেকের সংশ্লিষ্ট  কর্মকর্তা কর্মচারীরা কাজ শিখতেই নষ্ট করে ফেলে প্রায় ৮০০ কিট। যার প্রতিটির বাজার মূল্য চার হাজার টাকা। গত ৫ জুন থেকে কুমেকে কিট সংকট দেখা দেয়।

সর্বশেষ খবর