মঙ্গলবার, ৩০ জুন, ২০২০ ০০:০০ টা

এক পলক

আখাউড়া দিয়ে মাছ রপ্তানি শুরু

করোনাভাইরাসের কারণে প্রায় তিন মাস পর গতকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি শুরু হয়েছে। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, করোনা ভাইরাসের কারণে গত ২৪ মার্চ থেকে বাংলাদেশ থেকে মাছ আমদানি বন্ধ করে দিয়েছিল ভারতীয় ব্যবসায়ীরা।

-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

পরিবারকে ক্ষতিপূরণ

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ। গতকাল পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ কার্যালয়ে এই চেক বিতরণ করেন বিভাগীয় কর্মকর্তা আবদুস ছালেক প্রধান। উপস্থিত ছিলেন মোহাম্মদ কবীর, শেখ মো. ইয়াকুব আলী প্রমুখ।

-রাঙামাটি প্রতিনিধি

কারখানা সিলগালা

পরিবেশ দূষণের দায়ে গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি কারখানা সিলগালা এবং ব্যাটারি তৈরির অপর একটি কারাখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল  জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর অভিযান পরিচালনা করে। নেতৃত্বে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান। -গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর