বুধবার, ১৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সরকারি খাল লিজ দিলেন নেতারা!

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের মুজিবনগরে সরকারি খালের দুই কিলোমিটার স্থানীয় নেতারা এক ব্যক্তির কাছে লিজ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে সরকারি খাল লিজ দেওয়ার কোনো বৈধতা নেই। প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই এ কাজ করা হয়েছে। গ্রামবাসীর অভিযোগ, মুজিবনগর সোনাপুর মাঝপাড়ার হাবিবুর রহমান নামে এক ব্যক্তির সঙ্গে সরস্বতী খালের জমি নিয়ে উচ্চ আদালতে মামলা বিচারাধীন। এ কারণে খালের দুই কিলিমিটার পৃথকভাবে বাঁধ দেওয়া রয়েছে। এ সুযোগে স্থানীয় নেতারা সোনাপুর গ্রামের এক ব্যক্তিকে তিন লাখ ৬৫ হাজার টাকায় খালের ওই অংশ লিজ দিয়েছেন। সোনাপুর মাঝপাড়া মসজিদ কমিটির ক্যাশিয়ার ওমর আলী জানান, গ্রামের কয়েকজন মিলে সিদ্ধান্ত নিয়ে খালটি লিজ দিয়েছি। এ টাকা মসজিদ উন্নয়নের জন্য ব্যবহার হচ্ছে। মুজিবনগরের ইউএনও সুজন সরকার বলেন, খালের বিষয়টি আমার জানা নেই। তবে সরকারি খাল কোনোভাবেই গ্রামের লোকজন কাউকে ইজারা দিতে পারবে না। যদি কেউ টাকার বিনিময়ে সরকারি সম্পত্তি অবৈধভাবে ইজারা দেয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর