মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

জোয়ার-ভাটায় নির্ভরশীল চাঁদপুর-শরীয়তপুর রুটের ফেরি

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর-শরীয়তপুর রুটের ফেরি জোয়ার-ভাটার উপর নির্ভর করে চলাচল করছে। নদীতে উজান এবং জোয়ারের পানি বৃদ্ধির ফলে প্রতিদিন প্রায় ছয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। গতকাল বিকাল পর্যন্ত এই রুটে কয়েকশ যানবাহন আটকা পড়েছে। এলাকাবাসী ও চালকরা জানান, সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত হরিণা ফেরির পন্টুনের গ্যাংওয়ে পানিতে তলিয়েছিল। পরে পানি কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এছাড়াও এই রুটে রয়েছে ফেরির স্বল্পতা। এসব কারণে প্রতিদিন ৫/৬ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। এতে নদীর দুই প্রান্তে যানবাহনের জট দেখা দেয়। বিআইডব্লিউটিসি’র ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আলম চৌধুরী জানান, কয়েকদিনের বৃষ্টিপাত ও জোয়ারের পানি বৃদ্ধিতে ঘূর্ণাস্র্রোত দেখা দিয়েছে। এ কারণে জানমালের ঝুঁকির কথা চিন্তা করে ফেরি চলাচল বন্ধ রাখতে হয়। দেশের দুই সমুদ্র বন্দরের মধ্যে সড়কপথে পণ্য দ্রুত পরিবহনের জন্য ২০০১ সালে এ রুটে ফেরি চালু হয়।

 

সর্বশেষ খবর