মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

শ্যালিকাকে অপহরণ মামলায় ১৪ বছর কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শিবগঞ্জে শ্যালিকাকে অপহরণ মামলায় এক ব্যক্তিকে ১৪ বছর কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ আদালতের বিচারক নুর মোহাম্মদ শাহরিয়ার কবির গতকাল এ রায় দেন। দন্ডপ্রাপ্তের নাম আব্দুল কুদ্দুস। আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর আশিকুর রহমান সুজন জানান, শিবগঞ্জ উপজেলার পিরবের বুলু সরদারের মেয়ে সালমাকে বিয়ে করে ওই উপজেলার নুরু ইসলামের ছেলে আব্দুল কুদ্দুস। স্ত্রী গর্ভবতী থাকা অবস্থায় শ্যালিকাকে ২০১৫ সালের ৩ জানুয়ারি অপহরণ করে কুদ্দুস। ওই ঘটনায় মেয়ের ভাই অপহরণ মামলা করেন।

তদন্তকারী কর্মকর্তা আব্দুল বাসিদ ২০১৫ সালের ২০ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন।

সর্বশেষ খবর