বুধবার, ২৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

স্লুইসগেটে ব্যাহত চাষাবাদ

৫০০ একর জমিতে স্থায়ী জলাবদ্ধতা, ক্ষতিগ্রস্ত কৃষক

নিজস্ব প্রতিবেদক, রংপুর

স্লুইসগেটে ব্যাহত চাষাবাদ

পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ায় ডুবে গেছে ফসলি জমি -বাংলাদেশ প্রতিদিন

অপরিকল্পিত স্লুইসগেটের কারণে রংপুরের গঙ্গাচড়ায় ৫০০ একর জমিতে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ওই এলাকার কৃষকরা এবার আমন ধান রোপণ করতে পারছেন না। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।

জানা যায়, গজঘণ্টা ইউনিয়নের রাজবল্লভ (বোতলার দোলা) এলাকায় নির্মিত সরু স্লুইসগেট দিয়ে বন্যার পানি দ্রুত নেমে যেতে না পারায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় কৃষকরা পানি নিষ্কাশনের সুবিধার্থে স্লুইসগেটের স্থলে একটি ব্রিজ নির্মাণের দাবি করে আসছেন। সম্প্রতি এলাকাবাসী ওই দাবিতে মানববন্ধনও করেছেন। স্থানীয় কৃষকরা জানান, বোতলার দোলায় তিস্তার ডানতীর বাঁধের পানি নিষ্কাশনের জন্য একটি স্লুইসগেট নির্মাণ করে রংপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। স্লুইসগেটটি দিয়ে স্বাভাবিক গতিতে পানি নিষ্কাশন হতে না পারায় প্রতি বছর বর্ষা মৌসুমে ওই এলাকার আবাদি জমি তলিয়ে যায়। চলতি বছর কয়েক দফা বন্যার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কৃষকরা এখন পর্যন্ত আমন চারা রোপণ করতে পারেননি। কৃষকদের ভাষ্য, আগের নির্মিত স্লুইসগেটটি অকেজো হয়ে পড়েছিল। সেটি সংস্কারে রংপুর পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ সাত লাখ ১২ হাজার টাকা ব্যয় করে। তাতেও বোতলার দোলার পানি বের হচ্ছে না। ওই এলাকায় রাজবল্লভ, জয়দেব, একনাথ, মানাষপাড়া, হাজীপাড়াসহ কয়েক গ্রামের প্রায় এক হাজার কৃষকের ৫০০ একরের বেশি জমি রয়েছে। সেই জমিতে ধানসহ বিভিন্ন ফসল আবাদ করে তাদের সংসার চলে। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ায় তারা জমি চাষাবাদ করতে পারছেন না। স্থানীয় গজঘণ্টা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বলেন, ভাটিতে ক্যানেলের মুখ ভরাট হওয়ার কারণে বোতলার দোলার পানি বের হচ্ছে না। ছোট স্লুইসগেটের স্থানে একটি ব্রিজ নির্মাণসহ ভাটিতে ক্যানেল খনন করা হলে কৃষকরা জলাবদ্ধতার অভিশাপ থেকে রেহাই পাবে। রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জাকারিয়া আলম জানান, এলাকার লোকজন পানি নিষ্কাশনের জন্য একটি রেগুলেটর কাম ব্রিজ দাবি করে আসছেন। এটি নির্মাণের জন্য প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এ জন্য  তিন কোটি টাকারও বেশি দরকার। প্রস্তাব পাশ হলে স্থানীদের দাবি পূরণ হবে।

সর্বশেষ খবর