বুধবার, ২৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বেহাল সড়কে ধান লাগিয়ে প্রতিবাদ

ফরিদপুর প্রতিনিধি

বেহাল সড়কে ধান লাগিয়ে প্রতিবাদ

ফরিদপুরের বোয়ালমারীর শেখর ইউনিয়নের ছত্রকান্দা-বটতলা কাঁচা সড়কটির বেহালদশা। দীর্ঘদিন ধরে  এলাকাবাসী সড়কটি দিয়ে যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছেন। নির্বাচন এলেই এ সড়ক নিয়ে আশার বাণি শোনান নেতারা। নির্বাচন শেষ হয়ে গেলে কেউ খবর রাখেন না। অল্প বৃষ্টিতেই কাদা-পানিতে একাকার হয়ে পড়ে সড়কটি। তখন যানবাহন চলাচল-তো দূরের কথা হাঁটাই কষ্টকর হয়ে পড়ে। স্থানীয় এমপি, ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তির কাছে ধর্না দিয়েও রাস্তাটি পাকাকরণ হয়নি। সবাই শুধু আশ্বাসই দিচ্ছেন। গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে এ সড়ক দিয়ে চলাচল করতে পারছেন না স্থানীয়রা। প্রতিবাদ জানাতেই রাস্তায় ধানের চারা লাগিয়েছেন  এলাকাবাসী। স্থানীয় শহিদুল, মিজানুর, মকিবুল বলেন, হাজার হাজার মানুষ এ রাস্তাটি ব্যবহার করে। বর্তমানে রাস্তাটির অবস্থা খুবই খারাপ। প্রতিবাদস্বরুপ ২০০ মিটার রাস্তাজুড়ে ধানের চারা রোপণ করা হয়েছে।

 এতেও যদি বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। স্থানীয় শেখর ইউপি চেয়ারম্যান ইস্রাফিল মোল্লা জানান, রাস্তাটির দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার। এরমধ্যে এক কিলোমটিরের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে ঠিকাদার নিয়োগও হয়েছিল। ঠিকাদার কারাগারে যাওয়ায় কাজ বন্ধ রয়েছে। নতুন করে টেন্ডার আহ্বান করে কাজ শুরু করা হবে।

সর্বশেষ খবর