বুধবার, ২৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

স্কুলছাত্রের দুই আঙ্গুল কেটে ফেলল দুর্বৃত্তরা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

স্কুলছাত্রের দুই আঙ্গুল কেটে ফেলল দুর্বৃত্তরা

কালিয়াকৈরে এক স্কুলছাত্রের হাতের দুটি আঙ্গুল কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় তার আঙ্গুল কেটে ফেলেছে বলে অভিযোগ স্থানীয়দের। আহত হলেন সাজিদুল ইসলাম পরান (১৮) কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ও দশম শ্রেণির ছাত্র। এ ঘটনায় জড়িত একজনকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। তাকে গতকাল জেলহাজতে পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার কয়েক ব্যক্তি এলাকায় মাদক ব্যবসা করছেন। অলিতে-গলিতে হাত বাড়ালেই মিলছে মাদকদ্রব্য। মাদকাসক্ত হয়ে পড়ছেন এ সব এলাকার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির মানুষ। গত বছর পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সভায় একটি কমিটিও করা হয়। ওই কমিটির সহযোগিতায় কয়েক মাদক বিক্রেতাকে গ্রেফতার করে পুলিশ। এতে ক্ষুব্ধ হন ওই মাদক ব্যবসায়ীরা। গত সোমবার উপজেলার ধোপাচালা এলাকায় স্কুলছাত্র সাজিদুলের ওপর হামলা চালায় ৭-৮ জন। এ সময় তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। কুপিয়ে হাতের দুটি আঙ্গুল বিচ্ছিন্ন করে ফেলে।

আরও দুটি আঙ্গুলের অর্ধেক কেটে যায়। তার চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে প্রথমে কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে পরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেলে ভর্তি করে। এ ঘটনায় ওই দিন রাতে কালিয়াকৈর থানায় মামলা করা হয়। কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, হামলার ঘটনায় জড়িত একজনকে গ্রেফতারের পর জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

সর্বশেষ খবর