বুধবার, ২৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

‘বৈধ উপায়ে বিদেশ যেতে হবে’

কিশোরগঞ্জ প্রতিনিধি

অবৈধভাবে বিদেশ গেলে দুঃখ, কষ্ট, লাঞ্ছনা এমনকি জীবনও হুমকির মধ্যে পড়বে। বিদেশ গমনেচ্ছুদের অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হবে এবং বৈধ উপায়েই বিদেশ যেতে হবে। এ জন্যে সবাইকে সচেতন হতে হবে। গতকাল কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সৈয়দ আশরাফুল ইসলাম মিলনায়তনে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনারে বক্তারা এ কথা বলেন।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন আব্দুস সাত্তার, মাছুমা আক্তার প্রমুখ। বক্তৃতা করেন আলী আকবর, অধ্যক্ষ একেএম রফিকুল আমিন, শাহাদাত হোসেন, আওলাদ হোসেন, মজিবুর রহমান হলুদ, বদর উদ্দিন প্রমুখ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্ত্বাবধানে সদর উপজেলা প্রশাসন সেমিনারের আয়োজন করে।

সর্বশেষ খবর