বুধবার, ২৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ঠিকাদারদের মানববন্ধন

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে ঠিকাদাররা মানববন্ধন করেছেন। তাদের অভিযোগ ‘প্রভাবশালী ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরগুনা নির্বাহী প্রকৌশলী দরপত্র প্রক্রিয়া ও প্রাক্কলনে অনিয়ম করেছেন।’ তাই তারা ওই দরপত্র বাতিল দাবিতে গতকাল আমতলী উপজেলা পরিষদ সড়কে মানববন্ধন করেন। এতে শতাধিক ঠিকাদার অংশ নেন। তারা সরেজমিনে সার্ভে করে পুনরায় প্রাক্কলন তৈরির দাবি জানান।

উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি জিএম ওসমানী হাসানের সভাপতিত্বে বক্তৃতা করেন শাহজাহান করিব, মোয়াজ্জেম খান, আবুল বাশার নয়ন মৃধা, সোহেল গাজী, পান্নু মৃধা, ফারুক গাজী, মনিরুল ইসলাম খান, কামরুল ইসলাম, আসাদুজ্জামান মিন্টু মল্লিক ও হুমায়ূন কবির প্রমুখ।

জানা গেছে, বরগুনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আইবিআরপি প্রকল্পের আওতায় গত ২৮ জুলাই ৮টি প্যাকেজে ৩৩ টি ব্রিজের দরপত্র আহ্বান করে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর