বুধবার, ২৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বালি উত্তোলনে হুমকিতে বাঁধ

কুষ্টিয়া প্রতিনিধি

বালি উত্তোলনে হুমকিতে বাঁধ

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনে হুমকির মুখে পড়েছে রায়টা-মহিষকুন্ডি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ফিলিপনগর ব্লক বাঁধ, কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ হাজার হাজার মানুষের বসতবাড়ি। এলাকাবাসীর পক্ষ থেকে বালি উত্তোলন বন্ধে একাধিকবার স্থানীয় প্রশাসনকে অনুরোধ করা হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে ফিলিপনগর আওয়ামী লীগ গতকাল মানববন্ধন ও সংবাদ সম্বেলন করেছে।

ফিলিপনগর আবেদের ঘাট এলাকায় মানববন্ধনে বক্তারা বলেন, বার বার অনুরোধ করার পরও বালু উত্তোলন বন্ধে প্রশাসন পদক্ষেপ না নেওয়ায় এলাকার হাজার হাজার পরিবারকে হুমকির মুখে ফেলে দিয়েছে। তাই দৌলতপুরের ইউএনও শারমিন আক্তারের অপহরণসহ অবৈধ বালি উত্তোলন বন্ধ করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এ সময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হায়দার আলী, আওয়ামী লীগ নেতা হাসিনুর রহমান, সামসুল আলম, নাসির উদ্দীন, মাহবুব মাস্টার, শিপুল হাজি, ওয়াসীম কবিরাজ প্রমুখ।

সর্বশেষ খবর