বুধবার, ২৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

৪৫ বছরেও পাকা হয়নি সড়কটি!

নাটোর প্রতিনিধি

৪৫ বছরেও পাকা হয়নি সড়কটি!

নাটোরের গুরুদাসপুর উপজেলার চকআদালৎ খাঁ থেকে পাঁচপুরুলিয়া গ্রামে যাওয়ার একমাত্র কাঁচা রাস্তাটি ৪৫ বছরেও পাকা হয়নি। ফলে যুগ যুগ ধরে বৃষ্টির সময় এ রাস্তায় চলাচলকারীদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটির দৈর্ঘ্য চার কিলোমিটার। সড়কটি পাকা না হওয়ায় ছেলে-মেয়েদের বিদ্যালয়ে যাতায়াত এবং চাষিদের কৃষিপণ্য পরিবহনে ভোগান্তি পোহাতে হচ্ছে। গ্রামের বাসিন্দা মাজিদুল ইসলাম বলেন, বৃষ্টি হলে কাঁচা রাস্তায় কাদাপানি জমে থাকে। তখন যাতায়াত করাই বিপজ্জনক। ভ্যান, অটোরিকশা চলতে পারে না। হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়ে। স্থানীয় নাজিরপুর ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু বলেন, এ গ্রামের বাসিন্দারা পাকা সড়কের অভাবে দুর্ভোগে আছেন। সড়কটি পাকা করার জন্য এলজিইডির অফিসে যোগাযোগ করবো।

গুরুদাসপুর উপজেলা প্রকৌশলী অ.ন.ম ওয়াহিদুজ্জামান বলেন, সরেজমিন পরিদর্শন করে স্থানীয় এমপির সঙ্গে আলোচনা করে অবশ্যই সড়কটি পাকা করার উদ্যোগ নেওয়া হবে

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর