শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

অজ্ঞাত রোগে মারা গেছে ৪ হাজার হাঁস

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজারে অজ্ঞাত রোগে গত ১৫ দিনে চার হাজার হাঁস মারা গেছে। উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী ঘোষপাড়া গ্রামে গাফ্ফারের খামারে এ মড়ক দেখা দেয়।

খামারের মালিক  জানান, আমার খামারে ৫ হাজার ২০০ হাঁস ছিল। গত ৩ মাসে ৯০০ হাঁস ডিম দেওয়া শুরু করে। এরই মধ্যে খামারে ভাইরাস দেখা দেয়। গত ১৫ দিনে ৪ হাজার ২০০ হাঁস মারা যায়। বাকি ১ হাজার ১০০ হাঁসও মারা যাওয়ার উপক্রম হয়েছে। তার এখন পথে বসার অবস্থা।

 হাঁসের মালিক মানবেতর জীবনযাপন করছেন।

আড়াইহাজার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু কাউছার জানান, হাঁস সাধারণত ডাক প্লেগ রোগে মারা যায়। আমরা খবর নিয়ে ব্যবস্থা নেব।

সর্বশেষ খবর