রবিবার, ২২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

হুমায়ূন আহমেদের স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন

নেত্রকোনা প্রতিনিধি

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নিজ হাতে গড়া নেত্রকোনার কেন্দুয়ায় ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’-এর নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার  কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে সরকারি অর্থায়নে এ কাজের উদ্বোধন করা হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও হুমায়ূন আহমেদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় এমপি অসীম কুমার উকিল ও মেহের আফরোজ শাওন।

পরে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হুমায়ূন-স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সভায় প্রধান আলোচক ছিলেন স্থানীয় সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। এর আগে অসীম কুমার উকিল জেলার অডিটোরিয়াম নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, অচিরেই নেত্রকোনার প্রতিটি উপজেলায় পাবলিক হল নির্মাণ করা হবে। সেইসঙ্গে জেলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে জড়িত সব স্থান ও সাহিত্যিকদের শৈল্পিকতা ধরে রাখতে নেত্রকোনা সংস্কৃতি হাব প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছে সরকার। বিকালে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২০১৯ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত করার পর প্রথমবারের মতো ৮০ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে চতুর্থ তলা বিশিষ্ট একাডেমিক ভবন।

সর্বশেষ খবর