বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

স্মৃতিস্তম্ভে সড়ক নেই দুর্ভোগ দর্শনার্থীদের

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

স্মৃতিস্তম্ভে সড়ক নেই দুর্ভোগ দর্শনার্থীদের

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে শহীদ হওয়া মুক্তিযোদ্ধার স্মৃতিবিজড়িত আমষট্ট শোলার পুকুরপাড়ে নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভ। নির্মাণকাজ শেষ হওয়ার এক বছর পরও স্মৃতিস্তম্ভে যাতায়াতের রাস্তা না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন দর্শনার্থীরা। উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার পশ্চিমে আমষট্ট গ্রামে এই শোলার পুকুর অবস্থিত। স্থানীয় কয়েক বয়োবৃদ্ধ জানান, মুক্তিযুদ্ধ চলাকালে এলাকার কয়েকজন নিরীহ মানুষকে রাজাকাররা ধরে শোলার পুকুরপাড়ে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে মুক্তিযোদ্ধা নিজাম উদ্দীনকে গুলি করে হত্যা করে। গুলিতে আহত হন সিদ্দিক সরদার। তিনি চিকিৎসাধীন অবস্থায় দুপচাঁচিয়া হাসপাতালে মারা যান। শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতিবিজড়িত আমষট্ট শোলার পুকুরপাড়ে বর্তমান সরকার ৩৩ লাখ টাকা ব্যয়ে স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে। নির্মাণের এক বছরেও আমষট্ট প্রধান সড়ক থেকে শোলার পুকুরপাড়ের স্মৃতিস্তম্ভে যাওয়ার প্রায় দেড় কিলোমিটার রাস্তা হয়নি। এতে দর্শনার্থীরা যাতায়াত করতে বিড়ম্বনায় পড়ছেন। অনেকে সেখানে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলছেন। দুপচাঁচিয়া উপজেলা প্রকৌশলী রবিউল আলম জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে কাবিখা কিংবা টিআর প্রকল্পের মাধ্যমে মাটি কেটে প্রথমে রাস্তা তৈরি করতে হবে।

বিষয়টি নিয়ে উপজেলা সমন্বয় কমিটির সভায় আলোচনা করা হবে।

সর্বশেষ খবর