রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ছেলের ওপর হামলা দেখে বাবার মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

জেলা পরিষদের ডাকবাংলোয় অতিথি রাখা নিয়ে মোকশেদ মিয়া নামে এক কেয়ারটেকারের ওপর হামলার ঘটনা ঘটে। ছেলেকে মারধরের দৃশ্য দেখে বেড়াতে যাওয়া কেয়ারটেকারের বাবা ইমান আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে নেত্রকোনায় রেফার্ড করা হয়। সেখানে শুক্রবার ভোররাতে মারা যান তিনি। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায়। কেয়ারটেকার মোকশেদ মিয়া জানান, তিনি ডিউটিরত অবস্থায় গত বৃহস্পতিবার রাতে দুজন ম্যাজিস্ট্রেট রাতে থাকবেন বলে দুটি ব্যাগ নিয়ে আসেন ইউনিয়ন ভূমি অফিসের পরিচ্ছন্নতাকর্মী আখির হোসেন। তিনি বলেন, ইউএনও পাঠিয়েছেন তাদের জন্য ভিআইপি দুটি রুম দিতে হবে। এ সময় আমি তাদের নাম রেজিস্ট্রি করতে বললে ব্যাগগুলো রেখে চলে যান আখির। রাতের খাবার খাওয়ার সময় আবারও আখির হোসেন এসে গেটে বলেন- ইউএনও তোকে টেনেহিঁচড়ে নিয়ে যেতে বলেছেন। এ সময় স্থানীয় কয়েকজন আমার ওপর হামলা চালান। আমার ওপর হামলার ঘটনা দেখে বাবা অসুস্থ হয়ে পড়েন। এ ব্যাপারে খালিয়াজুরীর ইউএনও এ এইচ এম আরিফুল ইসলাম জানান, এখানে কাউকে কোনো দিন রেজিস্ট্রারে নাম না লিখিয়ে থাকার অনুমতি আমি দিই না। কেউ থাকেও না।

সর্বশেষ খবর