রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ট্রেনে কাটা পড়লেন নবদম্পতি

কালিয়াকৈর প্রতিনিধি

রাজশাহী-জয়দেবপুর রেললাইনে গাজীপুরের কালিয়াকৈরে গতকাল  ট্রেনে কাটা পড়ে নবদম্পতির মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ওই রেললাইনে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন ট্রেনযাত্রীরা। নিহতরা হলেন- ঢাকার ধামরাই থানার কাকরান টেঙ্গুরিয়া এলাকার সাইফুল ইসলামের ছেলে এনামুল হক (৩২) এবং তার স্ত্রী আফরোজা আক্তার (২২)। এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, এনামুল হক একজন মোবাইল ফোন ব্যবসায়ী। তিনি আশুলিয়া থানার ডেন্ডাবর (পল্লীবিদ্যুৎ) এলাকার এক মার্কেটে মোবাইলের খুচরা ও পাইকারি বিক্রেতা হিসেবে ব্যবসা করতেন। ২৮ দিন আগে তিনি বিয়ে করেন। গতকাল সকাল ১০টার দিকে স্বামী-স্ত্রী একসঙ্গে রেললাইনের ওপর দিয়ে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় রাজশাহীগামী নীলসাগর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। এ ঘটনার পর ওই রেললাইনে প্রায় ঘণ্টাখানেক ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন ট্রেনযাত্রীরা। জয়দেরপুর রেলওয়ে পুলিশ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের এএসআই সানু মং মারমা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তারা আত্মহত্যা করেছেন।

সর্বশেষ খবর