রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে বাপ্পি নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শিশুটি মারা যায়। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানাধীন হীরাঝিল আবাসিক এলাকার একটি দোতলা ভবনের ছাদ থেকে পড়ে আহত হয়েছিল বাপ্পি।

-সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

হকার উচ্ছেদের প্রতিবাদ

নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে হকার উচ্ছেদের ঘটনায় বিক্ষোভ করে দুই দিনের আলটিমেটাম দিয়েছেন হকার নেতারা। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের ঘটনা ঘটলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান তারা। গতকাল শহরের চাষাঢ়া শহীদ মিনার থেকে মিছিল বের হয়ে রেল গেটসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নারায়ণগঞ্জে মহানগর হকার্স লীগের সভাপতি রহিম মুন্সির নেতৃত্বে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। -নারায়ণগঞ্জ প্রতিনিধি 

যুবকের লাশ উদ্ধার

 গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ব্রিজের রেলিং থেকে পড়ে নিখোঁজ ওয়ার্কশপ শ্রমিক মোরাদ শেখ (২২) লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। গতকাল উলপুর ব্রিজের কাছে নদী  থেকে ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। নিহত মোরাদ সদর উপজেলার গোবরা গ্রামের খোকা মিয়া শেখের ছেলে। তিনি উলপুর বাজারে রাসেল শেখের ওয়ার্কসপের শ্রমিক ছিলেন। উল্লেখ্য, গত শুক্রবার রাত ৮টায় মোরাদ শেখ কয়েক বন্ধুর সঙ্গে কাজ শেষে ব্রিজের রেলিংয়ের উপর বসে গল্প করছিল। হঠাৎ সে রেলিং থেকে পড়ে পানিতে তলিয়ে যায়। -গোপালগঞ্জ প্রতিনিধি

শীতবস্ত্র বিতরণ

দিনাজপুরের ৮৪ ব্যাচে পাস করা শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত শতধা সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে শীতার্তদের মধ্যে কম্বল, জ্যাকেট, চাদর বিতরণ করা হয়েছে। দিনাজপুরের গ্রিনভিউ কমিউনিটি সেন্টারে গতকাল ৪০০ কম্বল, ২০০ চাদর ও ১৫০টি জ্যাকেট বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে শতধা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সাব্বির হোসাইনের সভাপতিতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহমুদুল আলম, শিক্ষক আফজাল হোসাইন, দিনাজপুর প্রেসক্লাব সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু প্রমুখ। -দিনাজপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর