রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন স্থানে বিক্ষোভ

প্রতিদিন ডেস্ক

চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন স্থানে বিক্ষোভ

রাষ্ট্রায়ত্ত ছয়টি চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিলসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দাবির মধ্যে রয়েছে- পাটকল ও চিনিকল আধুনিকায়ন করা, প্রতিটি শিল্প এলাকায় পূর্ণাঙ্গ শ্রমিকদের তালিকা প্রণয়ন করে তাদের সহায়তার ব্যবস্থা করা, ঝুঁকি ভাতা দেওয়ার ব্যবস্থা করা প্রমুখ। প্রতিনিধিদের পাঠানো খবর-

দিনাজপুর : বেলা ১১টায় সেতাবগঞ্জ চিনিকলের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সেতাবগঞ্জ পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চিনিকল চত্বরে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে শত শত শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা তাদের ছয় দফা দাবি পূরণে বিক্ষোভে বিভিন্ন সেøাগান দেয়। বক্তব্য রাখেন- ফয়জুল আলম চৌধুরী বাবলু, প্রশান্ত কুমার চৌহান, ইলিয়াছ আলী সরকার প্রমুখ। বক্তারা অবিলম্বে বন্ধ চিনিকলের আখ মাড়াইসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। কুষ্টিয়া : আখমাড়াই কার্যক্রম চালুসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে কুষ্টিয়া চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও আখচাষি কল্যাণ সমিতির নেতারা। সকালে কুষ্টিয়া চিনিকলের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনে শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও আখচাষি কল্যাণ সমিতির নেতারা উপস্থিত ছিলেন। নাটোর : সকালে নাটোর শহরের কানাইখালী প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা ছয়টি মিল চালু করা এবং চাষি ও শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি জানান। বক্তব্য রাখেন শ্রমিক নেতা মিজানুর রহমান, সাইফুল ইসলাম, অ্যাডভোকেট লোকমান হোসেন বাদল প্রমুখ।

সর্বশেষ খবর