কুড়িগ্রামের বিভিন্ন হাসপাতালে শীতজনিত রোগী দিন দিন বাড়ছে। গত এক সপ্তাহে মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহে কুড়িগ্রাম যেন কাঁপছে। মাঘের মাঝামাঝি শীতের তান্ডবে দরিদ্র ও ছিন্নমূল মানুষের অবস্থা ভয়াবহ। রাতে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবন কাহিল। গরম কাপড়েও কমছে না শীত। নিম্ন আয়ের পরিবারগুলো রয়েছে চরম দুর্ভোগে। দিনে সূর্যের আলো থাকলেও ঠান্ডা বাতাসের কারণে স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটছে। এদিকে ঠান্ডার কারণে দুর্ভোগে রয়েছে দিনমজুর, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ।