শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

চুলা ভাঙা নিয়ে সংঘর্ষে আহত ৩০

ফরিদপুর প্রতিনিধি

চুলা ভাঙচুর করা নিয়ে ফরিদপুরের সালথা উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ২০টি বসতঘরে ভাঙচুর, লুটপাট করা হয়। উপজেলার শিহিপুর গ্রামে সাবেক ইউপি সদস্য কোহিনুর মাতুব্বরের সঙ্গে ইউসুফ মাতুব্বরের সমর্থকদের গতকাল সংঘর্ষের এ ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, ইউসুফ মাতুব্বরের সমর্থক খোকন সিঙ্গাড়া-পুরি ভেজে বিক্রির জন্য গ্রামের রাস্তার পাশে একটি চুলা তৈরি করেন। সেই চুলা গতকাল সকালে ভেঙে ফেলেন প্রতিপক্ষ কোহিনুর মাতুব্বরের সমর্থক বাসার। এ ঘটনার জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় দুই ঘণ্টা চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুর। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। সালথা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত গোলদার বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

ওই গ্রামের পরিবেশ শান্ত রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।

সর্বশেষ খবর