শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

অজ্ঞান পার্টির কোমল পানীয় খেয়ে শ্রমিকের মৃত্যু, অসুস্থ ৩

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

অজ্ঞান পার্টির দেওয়া কোমল পানীয় খেয়ে বগুড়ার আদমদীঘিতে চিকিৎসাধীন অবস্থায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন শ্রমিককে অসচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি মারা যান। জানা যায়, টাঙ্গাইল থেকে ট্রাকে কুড়িগ্রাম ফেরার পথে চার শ্রমিক অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারান। বুধবার সকালে তাদের অচেতন অবস্থায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে পুলিশ। এদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান। আদমদীঘি হাসপাতালে চিকিৎসাধীন তবিবুর রহমান জানান, গত মঙ্গলবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর থেকে সিমেন্ট বোঝাই ট্রাকে অচেনা এক ব্যক্তিসহ আমরা চারজন বাড়ির উদ্দেশে রওয়ানা দেই। পথে সিরাজগঞ্জের এক হোটেলে তারা রাতের খাবার খান। খাওয়া শেষে অচেনা ওই ব্যক্তি তাদের কোমল পানীয় (সেভেন আপ) খাওয়ান। এরপর ট্রাকে উঠে একে একে তার অসচেতন হয়ে পড়েন। 

সর্বশেষ খবর