শনিবার, ২৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বাগমারায় জমি নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বাগমারায় জমি নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

রাজশাহীর বাগমারায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত হাবিল কাজী (৪২) উপজেলার মাধাইমুড়ি গ্রামের আজিমুদ্দীন কাজীর ছেলে। গত বৃহস্পতিবার রাতের এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানান বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ।

জানা যায়, নিহতের বাবা আজিমুদ্দীনের সঙ্গে প্রতিবেশী সেফাতুল্লাহর জমি নিয়ে বিরোধ চলছে। বৃহস্পতিবার বিকালে বাড়ি ফেরার সময় হাবিল কাজী ও তার ছেলে সৈকতের সঙ্গে সেফাতুল্লাহ ও তার স্বজনদের কথাকাটাকাটি হয়। সন্ধ্যায় হাবিল বাড়ি থেকে বের হলে তার ওপর হামলা চালানো হয়। তাকে উদ্ধারে অন্যরা এগিয়ে এলে তাদেরও পিটিয়ে জখম করে। তাদের বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান হাবিল কাজী। ওসি জানান, হত্যাকান্ডে জড়িতরা এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের ধরতে অভিযান চলছে।

সর্বশেষ খবর