শুক্রবার, ৪ জুন, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

অবশেষে আটকানো গেছে সেই দশহালিয়া বেড়িবাঁধ

টানা পাঁচ দিন পরিশ্রমের পর অবশেষে আটকানো গেছে খুলনার কয়রার দশহালিয়া বেড়িবাঁধ। গত ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসে এই বেড়িবাঁধ ভেঙে মহারাজপুর ও বাগালী ইউনিয়নের ২০-২৫টি গ্রাম প্লাবিত হয়। গত ১ জুন এখানে সাধারণ মানুষের তোপের মুখে পড়েন স্থানীয় সংসদ সদস্য। জানা যায়, কয়রার দশালিয়া, গোবিন্দপুর, শিমলার আইট, খেজুরডাঙ্গা কালনাসহ আশপাশের কয়েক গ্রামের প্রায় ৩ হাজার মানুষ স্বেচ্ছাশ্রমে এখানে বাঁধ মেরামতে অংশ নেন। মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম আবদুল্লাহ আল মামুন জানান, জলোচ্ছ্বাসে বাঁধের ২০০ মিটারের মধ্যে ৭/৮টি পয়েন্টে ভেঙে লবণপানি ঢুকেছে। কৃষিজমি ঘরবাড়ি রক্ষা করতে জোয়ারের পানি আটকাতে ৪০০ মিটার জায়গায় রিং বাঁধ তৈরি করা হয়েছে। মূল বাঁধের ৩/৪টি পয়েন্টে বাঁশ, মাটি, জিও ব্যাগ দিয়ে মেরামত করা হয়েছে।  

-নিজস্ব প্রতিবেদক, খুলনা

 

চট্টগ্রামে বিএসটিআই কর্মকর্তা সেজে প্রতারণায় মামলা 

চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ক্যাম্প বাজারে রহমান বেকারিতে বিএসটিআইয়ের কর্মকর্তা সেজে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে বাবু চৌধুরী নামে এক প্রতারক। গতকাল রাতে এ ঘটনা ঘটে। পরে তাকে পুলিশে দেওয়া হয়। এ ঘটনায় পটিয়া থানায় মামলা হয়েছে। জানা যায়, ধলঘাট ক্যাম্প বাজারে রিফাত চৌধুরীর মালিকানাধীন রহমান বেকারিতে ২০ মে রাতে তিনজন অপরিচিত লোক ঢুকে বিভিন্ন খাদ্যসামগ্রী দেখতে থাকে ও ভিডিও করতে থাকে।   

-নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর