রবিবার, ২০ জুন, ২০২১ ০০:০০ টা

বগুড়ায় বাস-সিএনজি সংঘর্ষে নাতিসহ নানা-নানির মৃত্যু

সাত জেলায় সড়কে আরও আট প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

বগুড়ার শিবগঞ্জে গতকাল বাস-সিএনজি সংঘর্ষে নাতিসহ নানা-নানির মৃত্যু হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জ, ভোলা, কুমিল্লা, ফেনী, নাটোর ব্রাহ্মণবাড়িয়া ও গাজীপুরে দুই নারীসহ আরও আটজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিদিদের পাঠানো খবর-বগুড়া : শিবগঞ্জ উপজেলার মহাস্থানের হাতীবান্ধায় বাস-সিএনজি সংঘর্ষে নানা-নানি ও নাতির মৃত্যু হয়েছে। সকালে এ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুর মা ও সিএনজি চালক। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন- গাইবান্ধার জুমারবাড়ি এলাকার আশরাফ আলী (৫০), তার স্ত্রী পারুল (৪৫) ও নাতি রেজোয়ান (দুই মাস)। নারায়ণগঞ্জ : সদর উপজেলার ফতুল্লায় কাভার্ডভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লার মাসদাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আফসার উদ্দিন (৫৬) ও আব্বাস উদ্দিন (৪৮)। ভোলা : ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নুরে আলম (৩৫) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। নুরে আলম বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের উত্তর কুড়ালিয়া গ্রামের বাসিন্দা। কুমিল্লা : চান্দিনায় ট্রাকচালক পিতার সামনেই প্রাণ গেল পুত্র ইসরাফিলের। গতকাল ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অপর একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসরাফিল সাতক্ষীরা সদর উপজেলার মশিউর রহমানের ছেলে। দুর্ঘটনায় ইসরাফিলের বাবাও গুরুতর আহত হন। ফেনী : সদর উপজেলায় চলন্ত গাড়িকে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ভ্যানের সহকারী নিহত হয়েছেন। নিহতের নাম আজিজুর রহমান (১৮)। নাটোর : বনপাড়া-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় আবু তালেব (৭৫) নামে এক প্রাইভেট কার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন।  ব্রাহ্মণবাড়িয়া : কসবায় মাজার জিয়ারতগামী যাত্রীবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খোদেজা (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। টঙ্গী (গাজীপুর) : টঙ্গীতে লরির চাপায় শারমিন আক্তার (৩৯) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

 বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শারমিন ফেনীর বাসিন্দা। দুর্ঘটনায় তার স্বামী ইলিয়াস মোরশেদ আহত হন।

সর্বশেষ খবর