মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

সেতুর পাটাতন ভেঙে দুর্ভোগ

ফারুক আল শারাহ, লাকসাম

সেতুর পাটাতন ভেঙে দুর্ভোগ

কুমিল্লার নাঙ্গলকোটের চৌকুড়ি-সাতবাড়িয়া সড়কের চৌকুড়ি বাজার সংলগ্ন নাইয়ারা সেতুর পাটাতন ভেঙে গেছে। প্রায় দুই বছরেও তা সংস্কার না করায় স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, উপজেলার নাইয়ারা সেতুর পাটাতনের দুটি ভাঙা অংশের একটিতে কাঠের টুকরো বসিয়ে কোনোভাবে সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা,  মোটরসাইকেলসহ পথচারীরা ঝুঁকিপূর্ণ অবস্থায় পারাপার হচ্ছে। ভারী যানবাহন যাতায়াত করতে না পারায় স্থানীয় হাট-বাজারের ব্যবসায়ীদের মালামাল পরিবহনে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এ সড়ক দিয়ে জনসাধারণ ছাড়াও চৌকুড়ি উচ্চ বিদ্যালয়, হাফিজিয়া মাদ্রাসা, নাইয়ারা ও চৌকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে শত শত শিক্ষার্থী যাতায়াত করে। স্থানীয়রা জানান, গত দুই বছর পূর্বে সেতুটির মধ্যম অংশে ও দক্ষিণপাশে পাটাতন  ভেঙে যায়। স্থানীয়রা নিজ উদ্যোগে দক্ষিণ পাশের ভাঙা অংশে কাঠের টুকরো দিয়ে সেতুটির উপর দিয়ে সাময়িকভাবে হালকা যান চলাচলের উপযোগী করে চলাচল করছেন। এভাবে দুবছর অতিবাহিত হলেও সেতুটি পুনঃনির্মাণ করা হয়নি। সেতুটি উপজেলার ঢালুয়া ও সাতবাড়ীয়া ইউনিয়নের সীমানায় হওয়ায় কেউই সেতু পুনঃনির্মাণে উদ্যোগ নিচ্ছে না বলে জানান স্থানীয়রা। ঢালুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবুল বশর আকাশ বলেন, ভাঙা  সেতু দিয়ে এলাকাবাসী ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছে। যে কোনো সময় এটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। নাঙ্গলকোট উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন বলেন, এ সেতুসহ কয়েকটি সেতু প্রকল্প অনুমোদনের জন্য প্রেরণ করা হয়েছে। অনুমোদন পাওয়া গেলে কাজ শুরু করা হবে।

সর্বশেষ খবর