শিরোনাম
শনিবার, ১০ জুলাই, ২০২১ ০০:০০ টা

সড়কজুড়ে গর্ত আর গর্ত

দিনাজপুর প্রতিনিধি

সড়কজুড়ে গর্ত আর গর্ত

সংস্কারের অভাবে দিনাজপুরের খানসামার পাকেরহাট-দুহশুহ হয়ে চেহেলগাজী বাজার সড়কটির বেহাল দশা হয়েছে। ছোট-বড় অসংখ্য গর্ত আর খানাখন্দে ভরা এ সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। যাত্রী ও গাড়িচালকরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। পথচারীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। সড়কের প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার অংশের বেহাল দশা। দুর্ভোগ নিয়ে এ সড়কে প্রতিনিয়ত খামারপাড়া ইউপির বালাপাড়া, দুহশুহ, কায়েমপুর, খামারপাড়া, নেউলা এবং পাকেরহাট থেকে জয়ন্তিয়া ঘাট হয়ে বীরগঞ্জ উপজেলায় ভ্যান, অটোরিকশা, মাইক্রোতে হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকেন। ভুক্তভোগীরা জানান, এ সড়ক দিয়ে গত কয়েক বছরে পানিমিশ্রিত বালু ১০ চাকার ড্রাম ট্রাক ও ট্রাক্টরে করে বহন করায় বিভিন্ন স্থানে ফাটল দেখা  দেয়। তৈরি হয়েছে অসংখ্য গর্ত। রাস্তাটি প্রশস্ত করে সংস্কার না করলে কোটি টাকা ব্যয়ে নির্মিত জয়ন্তিয়া ব্রিজ কাজে আসবে না। খানসামা উপজেলা প্রকৌশলী হারুন-অর-রশিদ বলেন, এই সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট দফতরে প্রস্তাবনা পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত সড়কটি প্রশস্ত ও সংস্কার করা যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর