রবিবার, ২৫ জুলাই, ২০২১ ০০:০০ টা
উপেক্ষিত লকডাউন

পর্যটন স্পটে মানুষের ভিড়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

পর্যটন স্পটে মানুষের ভিড়

লকডাউন উপেক্ষা করে পর্যটন স্পটগুলোয় বাড়ছে মানুষের ভিড়। এতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ঈদুল আজহার পর শুক্রবার দেশব্যাপী শুরু হয়েছে কঠোর লকডাউন। লকডাউন উপেক্ষা করেই শুক্রবার বিকালে বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের এক্তারপুর মাঠে অনুষ্ঠিত হয় বুধন্তি ও এক্তারপুর একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ। হবিগঞ্জের মাধবপুর ও বিজয়নগর উপজেলার কয়েক হাজার মানুষ এ ফুটবল খেলা উপভোগ করে। খেলা দেখতে ভিড় জমায় হাজারো মানুষ। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামে আখাউড়া-পঞ্চবটি সড়কের দুই পাশের জমি এখন বর্ষার পানিতে পরিপূর্ণ। বর্ষার এ পানির ওপর স্থানীয় কয়েক যুবক গড়ে তুলেছেন ‘বরিশল ক্যাফে রেস্টুরেন্ট’। শুক্রবার বিকালে ওই এলাকায় ভিড় জমে হাজারো মানুষের। সেখানে বেড়াতে যাওয়া খলিলুর রহমান বলেন, ‘প্রতি বছর ঈদের পর পরিবার-পরিজন নিয়ে একটু ঘুরতে বেরোই। এবার ঈদের এক দিন পরই লকডাউন দেওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে এখানে ঘুরতে এসেছি।’

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর