কুমিল্লায় আট মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এদিকে চাঁদপুরে পরকীয়া ও নারায়ণগঞ্জে পাওনা টাকার দ্বন্দ্বে দুই যুবক খুন হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-
কুমিল্লা : নগরীর টিক্কাচর এলাকায় পিংকি আক্তার (২২) হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী বিল্লাল হোসেনকে (৩৭) পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। বিল্লাল একই এলাকার বারেক মিয়ার ছেলে। পিংকি আক্তার প্রতিবেশী সাহিদ মিয়ার মেয়ে। নিহতের পরিবার জানায়, শুক্রবার রাতে বিল্লাল তার পিংকিকে মারধর করে। পরে সে অসুস্থ হয়ে পড়লে তাকে কুমিল্লা মেডিকেলে নেওয়া হলে তার মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, নিহতের মা রেহেনা বেগম মামলা করেছেন। চাঁদপুর : শাহারাস্তিতে পরকীয়া সম্পর্কের ঘটনাকে কেন্দ্র করে খুন হয় রায়শ্রী উত্তর ইউনিয়নের বেলায়েত হোসেন রিপন (৩৫)। এই ঘটনার সঙ্গে জড়িত উপজেলার গঙ্গারামপুর গ্রামের বাসিন্দা রিপনের পরকীয়া প্রেমিক আমেনা বেগম (৩০) ও তার স্বামী ফজলুর রহমানকে (৪৫) পুলিশ আটক করেছে। গতকাল চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে রিপনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবকের সঙ্গে আটক গৃহবধূর পরকীয়ার সম্পর্ক ছিল। ঘটনার রাতে রিপন ওই নারীর সঙ্গে দেখা করতে গেলে তার স্বামী তাদের দেখে ফেলে। এরপর স্বামী-স্ত্রী মিলে তাকে হত্যা করে। গতকাল তাদের জবানবন্দির জন্য চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে মাসুদ (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল ফতুল্লার পাগলা নয়ামাটিস্থ লাবণী ফুড ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। তারা হলেন- সোহেল (২০) ও তার বাবা আইয়ুব আলী (৫৫)। নিহত মাসুদ (২৬) পাগলা নয়ামাটি তাজুরমাঠ এলাকার ভাড়াটিয়া ও চাঁদপুরের হাইমচর উপজেলার রফিকুল ইসলামের ছেলে। ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, হত্যাকান্ডের ঘটনায় সোহেল ও তার বাবাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।