সোমবার, ২২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

শেরপুরে বন্যহাতি সুরক্ষায় মানববন্ধন

শেরপুর প্রতিনিধি

গতকাল শেরপুরে বন্যহাতি হত্যার প্রতিবাদ, হাতির জন্য অভয়াশ্রম এবং বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সুরক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে জেলা কালেক্টরেট চত্বরে নাগরিক সংগঠন জনউদ্যোগের আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা আইইডির সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়। জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা উদীচী সভাপতি তপন সারওয়ার প্রমুখ। এ সময় বক্তারা পাহাড়ে ১০ দিনের ব্যবধানে দুটি হাতি হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।

বনে হাতির অভয়ারণ্য গড়ে তুলে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি ও হাতির চলাচলের স্থানে মানব বসতি বন্ধ করতে আহ্বান জানানো হয়। পরে জনউদ্যোগের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ মানববন্ধন থেকে জানানো হয়, গত উনিশ বছরে এখানে হাতি-মানুষের দ্বন্দ্বে ৫৮ জন মানুষ মারা গেছে। আহত হয়েছে শতাধিক। এই সময়ের মধ্যে মানুষের হাতে ৩১টি হাতির মৃত্যু হয়েছে। এসব হাতির মৃত্যুর কারণ বৈদ্যুতিক ফাঁদ, গুলি ও ধারালো অস্ত্রের আঘাত।

সর্বশেষ খবর