শিরোনাম
শনিবার, ৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সংক্ষিপ্ত

দুস্থদের স্বাস্থ্যসেবায় সেনাবাহিনী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে চার শতাধিক অসচ্ছল ও দুস্থ মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। টুঙ্গিপাড়া জিটি স্কুলমাঠে ৫৫ পদাতিক ডিভিশন, যশোর সেনানিবাস এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। গতকাল দুপুরে ক্যাম্প পরিদর্শন করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল নূরুল আনোয়ার। তিনি মেডিকেল ক্যাম্পের বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগীদের খোঁজখবর নেন। এ সময় ৮৮ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মনোয়ার হোসেন খান, ৭১ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক কর্নেল জাকির, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেজর জেনারেল নূরুল আনোয়ার বলেন, সব সময়ের মতো বাংলাদেশ সেনাবাহিনী যশোর অঞ্চলের সেনা সদস্যগণ দেশের সব প্রয়োজনে নিরলস কাজ করে যাচ্ছেন।        -গোপালগঞ্জ প্রতিনিধি

চকরিয়ায় ব্যবসায়ী হত্যার ঘটনায় মামলা

কক্সবাজারের চকরিয়ায় আলোচিত ব্যবসায়ী লতিফ উল্লাহ হত্যার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে লতিফের স্ত্রী বাদী হয়ে চকরিয়া থানায় মামলাটি করেন। জানা যায়, সোমাবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে একদল দুর্বৃত্ত লতিফকে কুপিয়ে হত্যা করে। পরে তারা ক্যাশবাক্স লুট করে পালিয়ে যায়। চকরিয়া থানার ওসি ওসমান গনি বলেন, হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। আশা করি স্বল্প সময়ের মধ্যে হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হব।       -চকরিয়া প্রতিনিধি

বৃদ্ধের মুখ বাঁধা লাশ উদ্ধার

হোসেনপুরে মুখ বাঁধা অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা ১১টায় পৌর এলাকার ধুলিহর গ্রামের জঙ্গলে লাশ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ সুরতহাল শেষে মরদেহ কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। দুপুরে নিহতের মেয়ে তাসলিমা ও তার মামা মুসলেম পরনের লুঙ্গি, জ্যাকেট ও চশমা দেখে লাশ শনাক্ত করেন। স্থানীয় কমিশনার শাহজাহান আলম কাজল জানান, নিহত ব্যক্তির নাম মতি মিয়া। হোসেনপুর থানার ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। মৃত্যুর কারণ জানার জন্য লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।    -হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর