শিরোনাম
শনিবার, ৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বিজ্ঞান মেলা উদ্বোধন

নাটোর প্রতিনিধি

‘বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা : একসূত্রে গাঁথা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে  ও মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাগাতিপাড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে জিমনেসিয়াম হল রুমে ইউএনও প্রিয়াংকা দেবী পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। বিশেষ অতিথি ছিলেন এসিল্যান্ড নিশাত আনজুম অনন্যা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী ও আওয়ামী লীগ নেতা ইউনুস আলী প্রমুখ। এ সময় বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের প্রধানরা এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর