শিরোনাম
শনিবার, ৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

আড়াইহাজারে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আড়াইহাজারে নুরুন্নাহারের (৭৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুবৃত্তরা। উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের বিনাইরচর গ্রামে গতকাল রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নুরুন্নাহার বিনাইরচর গ্রামের মৃত মোবারক হোসেনের স্ত্রী।

আড়াইহাজার থানার আনিচুর রহমান মোল্লা জানান, নুরুন্নাহারকে তার ভাড়া দেওয়া একটি ঘর থেকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাহালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। ওসি জানান, প্রাথমিক তদন্তে হত্যার কারণ জানা যায়নি। নিহতের গলায় ও হাতে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। নিহতের মেয়ে সাহিনুর আক্তার জানান, তার মা বসতঘর থেকে কিছুটা দূরে জমি কিনে সেখানে তিনটি ঘর করেছেন। এর মধ্যে একটি ঘর ভাড়া দিয়েছেন। গতকাল সন্ধ্যায় তিনি সেখানে যান। ওই বাড়ির একটি ঘরের ভেতরে তাকে রক্তাক্ত অবস্থা দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

সর্বশেষ খবর