মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ তিনজন জেলহাজতে

পাবনা প্রতিনিধি

হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ তিনজন জেলহাজতে

পাবনার ভাড়ারা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলম হত্যা মামলায় বর্তমান চেয়ারম্যান আবু সাঈদ খানসহ তিন আসামিকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। গতকাল দুপুরে এ হত্যা মামলায় আদালতে তারা উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান। এর আগে হাই কোর্ট থেকে জামিন নেন তারা। আসামি পক্ষের অ্যাডভোকেট কাজী সাজ্জাদ ইকবাল লিটন জানান, হাই কোর্টের আগাম চার সপ্তাহের জামিনে ছিলেন সাঈদ চেয়ারম্যানসহ পাঁচজন। পরে তাদের জামিনের মেয়াদ শেষ হলে জেলা ও দায়রা জজ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক মোহা. আছাদুজ্জামান শুনানি শেষে জামিন নামঞ্জুর করে ভাড়ারা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবু সাঈদ খান, নাদের আলী বিশ্বাস ও সমোকে জেলহাজতে প্রেরণ করেন। প্রসঙ্গত, গত বছরের ১১ ডিসেম্বর ভাড়ারা ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালীন সময়ে কোলাদী চারাবট তলা গ্রামে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াসিন ও সুলতানের সমর্থকদের সঙ্গে বর্তমান চেয়ারম্যান আবু সাঈদ খানের সংঘর্ষ হয়।

এ সময় ওই এলাকায় আবু সাইদের সমর্থকরা বেশ কয়েকটি বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।

এই সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন আলম মারা যান। পরদিন নিহতের পিতা মোজাম্মেল হক ওরফে মোজা খান বাদী হয়ে ৩৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৪০/৫০ জনের নামে পাবনা সদর থানায় একটি মামলা করেন। এরপর পাবনা সদর ইউনিয়ন পরিষদের রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কায়সার আলম বৈধ চেয়ারম্যান প্রার্থী নিহত হওয়ায় ২০১০ সালের ইউপি নির্বাচনী বিধিমালা অনুসারে ভাড়ারা ইউনিয়নে ওই পদে নির্বাচন স্থগিত করেন।

সর্বশেষ খবর