মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

২৯০ শিক্ষক পদের মধ্যে খালি ১৮৫

রাহাত খান, বরিশাল

২৯০ শিক্ষক পদের মধ্যে খালি ১৮৫

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে শিক্ষক সংকট চরমে পৌঁছেছে। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এ মেডিকেল কলেজে শিক্ষকের ২৯০ পদের ১৮৫টিই বর্তমানে শূন্য। অধিকাংশ বিভাগ চলছে সহকারী অধ্যাপক দিয়ে। এ কারণে চিকিৎসা ক্ষেত্রে উচ্চশিক্ষা চালু করা যাচ্ছে না। ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা। বরিশাল মেডিকেল কলেজে বিভিন্ন বর্ষে বর্তমানে প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী রয়েছেন। বিশেষজ্ঞ শিক্ষক নেই অনেক বিভাগে। অধ্যাপকের ৪২ পদের বিপরীতে কর্মরত মাত্র চারজন। তা ছাড়া সহযোগী অধ্যাপকের ৭১ ভাগ, সহকারী অধ্যাপকের ৫৩ ভাগ এবং প্রভাষক, মেডিকেল অফিসার, প্যাথলজিস্ট, বায়োকেমিস্ট ও ফার্মাসিস্ট পদে ৬১ ভাগ জনবল শূন্য। ডেন্টাল বিভাগে ৩৮ জনের বিপরীতে কর্মরত আছেন ছয়জন প্রভাষক। মাইক্রোপ্যাথলজিতে ১৬ জনের স্থলে আছেন একজন সহকারী অধ্যাপক ও পাঁচজন প্রভাষক। অ্যানাটমি, ফিজিওলজি, সার্জারি, মেডিসিন, নিউরোসহ অন্য বিভাগের অবস্থা আরও খারাপ। শিক্ষকসহ অন্য জনবল সংকটের কারণে মেডিকেল কলেজের শিক্ষাব্যবস্থা জোড়াতালি দিয়ে চলছে বলে জানিয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা. এ কে এম আকবর কবির। শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী পাঠদান করাতে না পেরে শিক্ষকরাও সন্তুষ্ট নন বলে মন্তব্য করেছেন প্রভাষক ডা. কাজী মো. আসাদুজ্জামান। শিক্ষকরা বলেন, বছরের পর বছর অচলাবস্থা চললেও কোনো সুরহা হয়নি। ৫৬টি বিভাগের এ মেডিকেল কলেজে নিউরো সার্জারি, রক্ত সঞ্চালন, ক্যান্সার, বার্ন, নিউরো মেডিসিন, মেডিসিন, গাইনিসহ ৫৪টি বিভাগে অধ্যাপক না থাকায় পূর্ণাঙ্গ শিক্ষা পাচ্ছেন না শিক্ষার্থীরা। অভিযোগের সত্যতা স্বীকার করেছেন অধ্যক্ষ ডা. মো. মনিরুজ্জামান।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেই অধ্যাপক না থাকায় এ মেডিকেল কলেজে এমডি ও এমএস কোর্স চালু করা যাচ্ছে না। এ ক্ষেত্রে অধিদফতর, মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমন্বয় হচ্ছে না। শিক্ষক সংকটেন বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও মিলছে না সুফল।

সর্বশেষ খবর