মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় নিহত ৭

প্রতিদিন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় নিহত ৭

দেশের বিভিন্ন স্থানে গতকাল সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ সাতজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-

রংপুর : হারাগাছার সারাঙ্গপুরে সকালে মিনি ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে এক অটোচালক নিহত হয়েছেন।

গাজীপুর : সকালে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক পথচারী নিহত হয়েছেন। তার নাম আমজাদ (৩৫)।

মাদারীপুর : বিকালে সদর উপজেলার চরকালিকাপুর গ্রামে মাটি টানার কাজে ব্যবহৃত একটি ড্রাম ট্রাকের চাপায় এক শিশু নিহত হয়েছে।

সুনামগঞ্জ : দুপুরে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের দক্ষিণ ধরুন গ্রামে ট্রাক্টরের চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রাহাত (৭) ধরুন গ্রামের আবুল কালামের ছেলে।

বান্দরবান : সন্ধ্যায় লামা পৌরসভার কুড়ালিয়া টেক এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু ঘটেছে। নিহত মোহাম্মদ মাশকাত (১২) একই এলাকার মঞ্জুর আলমের ছেলে।

বাগেরহাট : বিকালে মোংলা-খুলনা মহাসড়কে দিগরাজ এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত ও একজন আহত হয়েছেন। তাকে খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে। নিহতের নাম রাজন (৩৫)। তার বাড়ি খুলনার সোনাডাঙ্গার করিমনগর এলাকায়।

লাকসাম (কুমিল্লা) : নাঙ্গলকোটে ইটবোঝাই ট্রাক্টরচাপায় রাফিদুল ইসলাম রাফি (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের গান্ধাছি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রাফি পাশের চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের কৈয়ারধারী গ্রামের তোফায়েল হোসেন।

সর্বশেষ খবর