মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

শ্বশুরের ২০০ মণ ধান পুড়িয়ে দিল জামাই

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

পাথরঘাটায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে শ্বশুরের ২৭৫ আটি (১৫০-২০০ মণ) ধান আগুন দিয়ে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। উপজেলার চরদুয়ানী ইউনিয়নের বড় টেংরা গ্রামে গতকাল ভোরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শ্বশুর ইব্রাহিম ফরাজী বড় টেংরা গ্রামের বাসিন্দা। মেয়েজামাই রাজিবের বাড়ি বরগুনার ইটবাড়িয়া এলাকায়। ইব্রাহিম ফরাজী বলেন, আমার মেয়েজামাই রাজিবের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছে। কয়েকদিন ধরে মেয়ে আমার বাড়িতেই অবস্থান করে। শনিবার রাতে মেয়ের ফোনে ‘সকালেই তোর বাপের সব কিছু শেষ করে দিব, টের পাবি কাল’ এমন ম্যাসেজ পাঠায়। আমার সন্দেহ, জামাই রাজিবই এ কাজ করেছে। পাথরঘাটা থানার ওসি আবুল বাশার সত্যতা নিশ্চিত করেছেন।

বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাজিবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। প্রতক্ষদর্শী স্থানীয় মসজিদের মোয়াজ্জিন ইউসুফ আলী বলেন, ফজরের আজান দিতে মসজিদে যাওয়ার সময় ইব্রাহিমের বাড়িতে ধানের আটিতে আগুন দেখে চিৎকার দেন তিনি। ইব্রাহিমসহ আশপাশের লোকজন এসে আগুন নেভান। এর আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।

সর্বশেষ খবর