মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ঘের ব্যবসায়ীদের দখলে খাল ও ফসলি জমি

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

ঘের ব্যবসায়ীদের দখলে খাল ও ফসলি জমি

মোরেলগঞ্জে জনগুরুত্বপূর্ণ একাধিক সরকারি খাল ও রাস্তা দখল করে ঘের ব্যবসা করছেন প্রভাবশালীরা। খালে বাঁধ দিয়ে মাছ ছেড়েছেন তারা। আর রাস্তা ব্যবহার করছেন ঘেরের পাড় হিসেবে। সুবিধামতো রাস্তা কেটে তৈরি করেছেন পানি নিষ্কাশনের পথ। দখলের কারণে উপজেলার জিউধরা, বহরবুনিয়া ও তেলিগাতী ইউনিয়নে খালগুলোতে বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। খালের পাশের রাস্তায় চলছে না দ্রুতযান। মাঠে ফলছে না ফসল। জমির মালিক ও কৃষকরা জিম্মি হয়ে পড়েছেন ঘের ব্যবসায়ীদের কাছে। জানা যায়, বহরবুনিয়া ইউনয়নে ৩০-৩৫টি সরকারি খাল রয়েছে। যার সবগুলো প্রায় একযুগ ধরে বেদখল। প্রতিটি খালের ৮-১০ স্থানে বাঁধ দেওয়া হয়েছে। প্রভাবশালী এসব খাল দখল করে তাদের ঘেরের সঙ্গে মিলিয়ে মাছ চাষ করছেন। ঘের ব্যবসায়ীদের কারণে অনেক ফসলি জমি অনাবাদি রাখতে হচ্ছে। একই অবস্থা জিউধরা ইউনিয়নে। এ ইউনিয়নে কমপক্ষে ১০টি খাল দখল করে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছেন ঘের ব্যবসায়ীরা। খালগুলো সরকারি হলেও এর নিয়ন্ত্রণ জবরদখলকারীদের হাতে। উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা বিষয়ক সভায় বেদখল হওয়া খাল ও ঘেরের পাড় হিসেবে ব্যবহৃত রাস্তাগুলো রক্ষার জন্য সিদ্ধান্ত নেওয়া হলেও তা কার্যকর হয়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা বলেন, জিউধরা ইউনিয়নে কমপক্ষে ১০টি খাল ঘের ব্যবসায়ীরা বাঁধ দিয়ে বন্ধ করে দিয়েছেন। বহরবুনিয়া ইউপি চেয়ারম্যান রিপন তালুকদার বলেন, এ ইউনিয়নে ৩০-৩৫টি খাল রয়েছে। যার সবগুলোই ঘের ব্যবসায়ীরা বাঁধ দিয়ে তাদের সুবিধামতো ব্যবহার করছেন। উপজেলা ইউএনও জাহাঙ্গীর আলম বলেন, বেসরকারিভাবে বন্ধ করে দেওয়া খালগুলোর তথ্য সংগ্রহ চলছে। শিগগিরই এগুলো উন্মুক্ত করে দেওয়া হবে। ঘেরের বেরি হিসেবে যাতে আর কোনো রাস্তা ব্যবহৃত না হয় সে জন্যও পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

সর্বশেষ খবর